ভয়ানক পরিস্থিতিতে রয়েছে সিঙ্গাপুর কোভিড-১৯ এর সংক্রমণ। আলোচিত শ্রমিক হোস্টেল বা ডরমিটরিতেই আক্রান্ত হচ্ছে প্রতিদিন। যারা আক্রান্ত হয়েছেন তাদের সংস্পর্শে আর বহু আক্রান্ত হয়ে গেছেন ইতিমধ্যে। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সিঙ্গাপুর সরকার লকডাউন বা সার্কিট ব্রেকার ঘোষণা করলেও বর্তমানে তা নিয়ন্ত্রণ পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। ডরমিটরিতে বসবাসরত সকল বিদেশী শ্রমিকদের উপর গুরুত্বপূর্ণ নজর দিয়েছে
সিঙ্গাপুর সরকার। তবে এর আগে সিঙ্গাপুরে অভিবাসী কর্মীদের আবাসন স্থান ডরমিটরি গুলোতে করোনা ভাইরাসের সংক্রমণ তীব্রভাবে ছড়িয়ে পড়ার কারণে বহুল সংখ্যক বাংলাদেশী ও অন্যান্য বিদেশী কর্মীরা এখনো আক্রান্ত হচ্ছেন। তবে ডরমিটরি গুলোকে যথাযথ নিয়ন্ত্রণ এর আওতায় আনা হয়েছে।
আজ ২৫শে এপ্রিল (শনিবার) সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিদিনের মত আজকেও আক্রান্তের খবর প্রকাশ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৬১৮ জন আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যার মধ্যে আগের মতই সবচেয়ে বেশি ও বৃহতাকারে অভিবাসীরা আক্রান্ত হয়েছেন যারা সংক্রমিত কোভিড-১৯ চিহ্নিত ডরমিটরিতে বসবাস করেছিলেন।
তবে আজকেও স্থানীয় নাগরিকদের আক্রান্তের সংখ্যা অনেক কম, স্থানীয় নাগরিক এবং রেসিডেন্স পারমিটধারী ৭ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত আক্রান্তদের খবর এখনো প্রকাশ করেনি, বিস্তারিত ফলাফল নিয়ে আরও বিশ্লেষণ করার পর তা আবারও জানিয়ে দেয়া হবে৷